যাদের রক্ত আর ঘামে সভ্যতার সৃষ্টি তাদের স্যালুট : এবি পার্টি

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এক শুভেচ্ছা বার্তায় দলটির আহ্বায়ক মুজিবুর রহমান মঞ্জু এবং সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যাদের রক্ত আর ঘামে গড়ে উঠেছে সভ্যতা, স্যালুট তাদের।
বার্তায় তারা বলেন, ১৮৮৬ সালের আট ঘণ্টা কর্মঘণ্টার দাবি আজ বিস্তৃত হয়েছে ন্যূনতম মজুরি, শিক্ষা, বাসস্থান, পেনশন, সাপ্তাহিক ও বার্ষিক ছুটি–এমন বহু বিষয়ের ওপর। এসবের জন্য আন্তর্জাতিক কনভেনশন এবং রাষ্ট্রীয় আইন থাকলেও শ্রমিকদের জীবন বাস্তবে বদলায়নি।
বার্তায় তারা আরও বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও তৈরি পোশাকশিল্প ও প্রবাসী শ্রমিক নির্ভর অর্থনীতিতে শ্রমিক শ্রেণির ধরন বদলেছে। একসময় অধিকাংশ শ্রমিক ছিলেন পাটকল, চিনিকল ও চা-বাগানে। এখন বড় একটি অংশ তৈরি পোশাকশিল্প ও অভিবাসী শ্রমিক। অথচ এ দুটি শ্রেণির শ্রমিকরাই আজ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার, বঞ্চিত ও অধিকারহীন।
১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেট আন্দোলনে শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে বিক্ষোভ করছিলেন। পুলিশের গুলিতে নিহত হন ১০-১২ জন। সেই ঘটনার স্মরণে ১৮৮৯ সাল থেকে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।