বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

বেনাপোল সীমান্তে উদ্ধার পিস্তল ও সাত রাউন্ড গুলি। ছবি : এনটিভি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা জেলেপাড়া থেকে এই পিস্তল উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টের একটি টহলদল ধানক্ষেতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।