ক্যানসার চিকিৎসায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আমীর খসরুর

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে শনিবার বক্তব্য দিচ্ছেন আমীর খসরু মাহমুদ। ছবি : এনটিভি
ক্যানসার রোগীদের সুচিকিৎসায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে সামাজিক ও চিকিৎসা খাতের যৌথ উদ্যোগ প্রয়োজন।
আজ শনিবার (৩ মে) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন।
উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মো. মোরশেদ হোসেন। আলোচনায় বক্তারা জানান, মা ও শিশু হাসপাতাল ইতোমধ্যে ক্যানসার চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি অর্জন করেছে।