বাংলাদেশ দরিদ্র নয়, অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘বাংলাদেশ দরিদ্র দেশ নয়, একটি অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ। আমাদের অগাধ সম্পদ আছে, কিন্তু সেটাকে কাজে লাগানোটাই এখন বড় চ্যালেঞ্জ।’
আজ শনিবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পিএফএস : পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা।
শারমিন মুরশিদ বলেন, ‘যেই দেশটা হাতে পেয়েছি। সেটা কয়েক মাসে ফেরেশতা এলেও ঠিক করতে পারবে না। তারপরও এটিকে একটা জায়গায় এনে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ দরিদ্র দেশ নয়, বাংলাদেশ একটা অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ। আমাদের অগাধ সম্পদ আছে, কিন্তু সেটাকে কাজে লাগানোটাই এখন বড় চ্যালেঞ্জ।’
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হতে হবে। আমরা চাই, সব রাজনৈতিক দল তাদের সংস্কার করুক। এরপর আমাদের পাশে এসে দাঁড়াক। আমি এই আরজিটা রাখছি। দেশে ৩০ হাজার মানুষ পঙ্গু, ১ হাজার ৫০০ মানুষ মারা গেছে। এটিকে কোনোভাবেই মুছে দেওয়া যাবে না।’
এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনাদের সুচিন্তিত ভাবনা আনুন। আমরা কাজ করব একসঙ্গে।’
সমাজকল্যাণ উপদেষ্টা ‘আমরা খুবই পলিউটেড অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা হয় না। আপনারা (রাজনৈতিক দল) হাত না মেলালে আমরা সামাল দিতে পারব না। আমরা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ) জায়গায় দাঁড়িয়ে আছি। চলুন সবাই মিলে নদী রক্ষা করি, পিএফএস দূষণ থেকে আমাদের নদী ও মানুষকে বাঁচাই।