রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ জ্বালানি উপদেষ্টার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে অন্তর্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রকল্প এবং প্রকল্প সংশ্লিষ্টদের সকল পর্যায়ের কাজ জরুরি ভিত্তিতে শেষ করে গ্রিডলাইনে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি বলেন, ‘আমরা শুধু চাই চাই করি। কিন্তু দেশকে কি দিলাম, কর্মরত প্রতিষ্ঠানের জন্য কতটুকু কাজ করলাম, এর কোন হিসাব করি না।’এসময় তিনি দুর্নীতিমুক্ত ও দোষ-ক্রুটিমুক্ত দেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।
শনিবার (৩ মে) মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণাধীন ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা এবং টাওয়ারসহ গ্রিড লাইনের সকল কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সড়ক বিভাগ, রেলওয়ে, পিজিসিবি, বিটিসিএল, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট ও গ্রিডলাইনের ঠিকাদারি প্রতিষ্ঠানসহ প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। সভায় পিছিয়ে পড়া গ্রিডলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
জ্বালানি উপদেষ্টা এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর সাথে পিপিএ স্বাক্ষরের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে গ্রিডলাইনের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ হতে আগামী ৩০ মে এর মধ্যে গ্রিড লাইনের সকল কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্বে) ড. মো. কামরুল হুদা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ খান, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ম্যানেজিং ডিরেক্টর ও রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট প্রকল্পের পিডি ড. মো. জাহেদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।