ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাতের অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।
সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী বাদী হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল ১-এ গতকাল রোববার (৪ মে) এ মামলা করেন।
এরপর ওই ট্রাইবুনালের বিচারক মো. আনোয়ারুল হক, বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য আদেশ দেন।
মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য বগুড়া পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আসামিরা হলেন হিরো আলমের বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক, তাঁর স্ত্রী জেরিন ও আহসান হাবিব সেলিম নামে এক ব্যক্তি।
মামলার অভিযোগে বলা হয়, বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখান হিরো আলম। এরপর ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এ ছাড়া শর্টফিল্ম তৈরির জন্য ওই নারীর কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন। পরে বাদী হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে গত ২১ এপ্রিল ওই নারীকে তিনি মারপিট করেন। এতে রক্তক্ষরণে ওই নারীর গর্ভপাত হয়।
পিবিআই বগুড়ার পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম জানান, আজ আদালত থেকে কিছু মামলা তদন্তের জন্য এসেছে। আদালতের নির্দেশ অনুয়ায়ী গুরুত্ব সহকারে মামলা তদন্ত করা হবে।