‘ম্যাডামকে এক নজর দেখতে পারা আমার জন্য সার্থকতা’

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সোমবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ঢাকার উদ্দেশে রওনা হন মধ্যবয়সী শাহজাহান। আজ মঙ্গলবার (৬ মে) ভোর সাড়ে ৬টা নাগাদ রাজধানীর কাকলীতে নেমে হাঁটতে হাঁটতে চলে আসেন গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ‘ফিরোজা’র সামনে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এক নজর দেখতেই তার এই ছুটে আসা।
দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বাংলাদেশে পা রাখবেন খালেদা জিয়। জানা গেছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে গিয়ে সরাসরি তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় উঠবেন তিনি।
দলীয় প্রধানকে এক নজর দেখতে সকাল থেকেই ভিড় বাড়ছে গুলশান-২ এর সড়কগুলোতে।
দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা নেতাকর্মীদের একজন শাহজাহান। প্রিয় নেত্রীকে এক নজর দেখতেই মুক্তাগাছা থেকে ছুটে আসেন তিনি।
বাংলাদেশের ও দলীয় পতাকা হাতে শাহজাহান বলেন, নেত্রী যেদিন চিকিৎসার জন্য দেশ ছাড়েন সেদিন বিমানবন্দরে গিয়ে তাকে বিদায় জানাই। আজ তিনি দেশে ফিরবেন, আর আমি যদি না আসি নিজেকে অপরাধী মনে হবে। ম্যাডামকে এক নজর দেখতে পারা আমার জন্য সার্থকতা। তাই আমি চলে এসেছি।
তিনি বলেন, আগে যেখানেই ম্যাডামের সমাবেশ হতো আমি সেখানেই যেতাম। কুমিল্লা, ফেনী, বরিশালেও গিয়েছি ওনাকে দেখতে।