চৌহালীতে বিপুল নিষিদ্ধ জাল জব্দ, ৫ জনকে অর্থদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ৫ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মাছের প্রজনন মৌসুমে ইলেকট্রিক শক ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এই অভিযান পরিচালিত হয়।
গতকাল মঙ্গলবার (৬ মে) রাত ১১টা থেকে বুধবার ভোর ৩টা পর্যন্ত চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স অভিযানে অংশ নেয়। এতে সহযোগিতা করে নৌ-পুলিশ (টাঙ্গাইল), পিসি আনসার ও স্থানীয় আনসার সদস্যরা।
অভিযানে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার যন্ত্র, বিপুল কারেন্ট জাল, চায়না রিং জাল এবং ঘন মশারির তৈরি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।