চাঁদপুরে বাড়ল ইলিশের সরবরাহ, কর্মব্যস্ত মাছঘাট

ইলিশ ধরা শুরুর এক সপ্তাহ পর অবশেষে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। আজ বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে প্রায় ৪০০ মণ ইলিশ সরবরাহ হয়েছে, যার পুরোটাই এসেছে দক্ষিণাঞ্চল থেকে।
দেখা গেছে, সরবরাহ বেড়ে যাওয়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে মৎস্য আড়ত। দক্ষিণাঞ্চলের নোয়াখালী-হাতিয়া থেকে আসা ইলিশ বোঝাই ট্রাক থেকে শ্রমিকরা ঝুড়িতে করে ইলিশ এনে আড়তের সামনে স্তূপ করছেন। এরপর ব্যবসায়ীরা সেই ইলিশ হাঁকডাক করে বিক্রি করছেন।
তবে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে এখনও জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়েনি। এ কারণে চাঁদপুরের বাজারগুলোতে ইলিশের দাম এখনও আকাশছোঁয়া। দাম না কমায় অনেক ক্রেতা ইলিশ না কিনেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসা মাসুদ জানান, মাছঘাটে কিছু ইলিশ দেখা গেলেও দাম অনেক বেশি। পুরো আড়ত ঘুরেও কম দামে ইলিশ পাননি। বাজেটের মধ্যে পেলে অবশ্যই ইলিশ কিনে নিয়ে যাবেন বলে জানান তিনি।
ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, এক সপ্তাহ পর মাছঘাটে কিছুটা ইলিশ এসেছে। তবে তার সবই বাইরের অঞ্চলের। চাঁদপুরের জেলেরা এখনও মাছ ধরা শুরু করেননি। একসঙ্গে সব জায়গার ইলিশ এলে দাম কমে যাবে বলে আশা করছি।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, দক্ষিণাঞ্চল থেকে ইলিশ আসছে এবং একটি ট্রাকে প্রায় ৪২ মণ ইলিশ এসেছে। এখানে চাহিদা ও দাম ভালো থাকায় ব্যবসায়ীরা ইলিশ নিয়ে আসছেন এবং এখানকার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। আজকের বাজারে এক কেজি ওজনের ইলিশ দুই হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।