তথ্য নিরাপত্তায় ‘আইএসও সনদ’ পেল আইএফআইসি ব্যাংক

তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও সনদ পেয়েছে আইএফআইসি ব্যাংক। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় ‘আন্তর্জাতিক মানদণ্ডে বিভিন্ন শর্ত ও চাহিদা পূরণ করায়’ সার্টিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস এই সনদ দিয়েছে ।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার কাছে ব্যুরো ভেরিটাসের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এই সনদ হস্তান্তর করেন।অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান, মো. রফিকুল ইসলাম, কেএআরএম. মোস্তফা কামাল, সিএফও দিলিপ কুমার মন্ডল, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিন, হেড অব আইটি নাজমুল হক তালুকদার, ব্যুরো ভেরিটাসের অপারেশন ম্যানেজার মুকুট কে বড়ুয়া, রিজিওন্যাল সেলস্ ম্যানেজার কেবিএম তারেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জন, আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের তথ্য সুরক্ষা নীতি বাস্তবায়ন এবং দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশে ‘নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার প্রতিফলন’ বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।