টাকা ছাড়া কাজ হয় না পাবনা বিআরটিএ কার্যালয়ে
টাকা ছাড়া কোনো কাজ হয় না পাবনা বিআরটিএ কার্যালয়ে। পরীক্ষায় ফেল করলেও টাকা দিলেই পাস দেখানো হয়। দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), পাবনা কার্যালয়ে।
আজ বুধবার (৭ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে এমন তথ্য উঠে এসেছে।
আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএ কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।
পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, আমরা অভিযানের সময়ের কিছু সেবাপ্রার্থীকে জিজ্ঞাসা করেছি। তাদের মাধ্যমে জানতে পেরেছি এখানে দালালছাড়া কোনো কাজ হয় না। এখানে কাজ করতে ১০-১২ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। এমনও অভিযোগ আছে যে ২০১৯ সালে কাগজপত্র দিয়েছেন কিন্তু এখনও কাজ হয়নি। যখনই দালালের মাধ্যমে টাকা দেওয়া হয় তখনই কাজ হয়ে যায়।
অভিযান পরিচালনাকালে এক দালালকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করে দুদুক।
সেবা গ্রহীতাদের অভিযোগ বিআরটিএ কার্যালয় যেন দালালদের স্বর্গরাজ্য। কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে সেখানে দালাল চক্রের সিন্ডিকেট গড়ে উঠেছে। ড্রাইভিং লাইসেন্স, নবায়ন, যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট কোনো কাজই দালাল ছাড়া হয় না। তারা দুদকের অভিযানকে স্বাগত জানান।
এ ব্যাপারে বিআরটিএ পাবনা অফিসের সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, কোনো দুর্নীতি হয়ে থাকলে তা তাদের অগোচরে। অফিসে জনবল এতই সংকট যে বাইরের কিছু শ্রমিকের সহায়তায় কাজ করা হয়। তারা আনঅফিসিয়ালি সামান্য কিছু পারিশ্রমিক নেয়। এটাকে ঘুষ বলা যাবে না। বিআরটিএর কোনো কর্মকর্তা-কর্মচারী এর সঙ্গে জড়িত নয়।
দুদক কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ পেতে ঘুষ লেনদেন ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ বহুদিনের। তাই আজ বিআরটিএর ৩৫টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।