স্ত্রীসহ দুদকে হাজির বিজিবির সাবেক প্রধান সাফিনুল ইসলাম

ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক।
অনুসন্ধান কাজের জন্য বৃহস্পতিবার (৮ মে) এই দম্পতিকে তলব করে দুদক। গত ৩০ এপ্রিল দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানে টিমের প্রধান মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে তাদের উপস্থিত হতে বলা হয়। প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন এই দম্পতি।
এই বিষয়ে সাফিনুল ইসলামের আইজীবী বলেন, সাফিনুল যত আয় করেছেন সবই বৈধ আয়। তিনি একজন সৎ ও দক্ষ অফিসার হিসেবে দেশকে সার্ভ করেছেন। ওনাদের যত আয় সবই ট্যাক্স ফাইলে আছে, সে ট্যাক্স ফাইলের বিষয়ে, ওনারা কিভাবে আয় করেছেন, আজ দুদক কর্মকর্তারা সেবস জানতে চেয়েছেন। এই বিষয়ে দুদক কর্মকর্তারা অনুসন্ধান চালাবেন।
সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনজীবী বলেন, ওনাদের বিরুদ্ধে অভিযোগগুলো মাল্ট ধারণা করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ যেটা আছে আসলে সেসব বিষয়ে ওনাদের ট্যাক্স ফাইলে উল্লেখ আছে।
এদিকে গত ১৩ মার্চ বিজিবির সাবেক প্রধান সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।