মাদারীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিহত সরোয়ার বেপারী। ফাইল ছবি
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ার বেপারী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সরোয়ার বেপারী মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা। তিনি মাদারীপুর সরকারি কলেজের কর্মচারী ছিলেন।
মাদারীপুর শহর থেকে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলযোগে রাজৈর উপজেলার কবিরাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীনদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান সরোয়ার বেপারী। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় জসিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, ‘ঘটনাটি আমরা হাসপাতালের মাধ্যমে জেনেছি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’