আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল শাহবাগ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভে উত্তাল রাজধানীর শাহবাগ। ছবি : এনটিভি
আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে আজ শনিবার (১০ মে) দ্বিতীয়দিনের মতো বিক্ষোভে উত্তাল রাজধানীর শাহবাগ। ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজারো মানুষ। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে গণজমায়েত।
তিন দফা দাবি হলো-১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং ৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গত বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় শুরু হয় অবস্থান কর্মসূচি। পরদিন শুক্রবার থেকে শুরু হয় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি।