দেবিদ্বারে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজুল ইসলাম। ফাইল ছবি
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় সিরাজুল ইসলাম নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১০ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। গ্রেপ্তার হওয়া সিরাজুল ইসলাম ৭নং এলাহাবাদ ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় ছাব্বির হত্যার ঘটনার মামলার আসামি তিনি।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, জুলাই আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।