বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। আজ শনিবার (১০ মে) রাত ৯টায় গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া দলের সাংগঠনিক বিষয়েও আলোচনা হতে পারে। ফলে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।