রাতে ভাইয়ের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন। আজ শনিবার (১০ মে) রাতে ওই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
চার মাস লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরেন খালেদা জিয়া।