অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১১ মে) ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে দুই শিশু, তিন নারী ও ৯ পুরুষ রয়েছেন, যারা সবাই বাংলাদেশি।
বিজিবি জানায়, রোববার ভোর সাড়ে ৪টায় সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বাগেরহাটের ঘাটবিল গ্রামের মোহাম্মদ হাসান কাজী (৩৮), সেলিনা বেগম (৩৬), মোহাম্মদ সালমান কাজী (১৪), মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের মো. হোসেন আলী (৪৯), শাঁখারিপোতা গ্রামের মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার নাজমা খাতুন (৩৬), নোয়াখালীর ওয়াসেবপুর গ্রামের মো. ইলিয়াস (৩৭) ও খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছে তারা ছয় মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের আশায় ভারতে গিয়েছিলেন। তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা আজ রোববার দুপুরে ১৪ অবৈধ অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে।