বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।
আজ রোববার (১১ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর মোহাম্মদপুর থানা বনাম শেরেবাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।
বিএনপিনেতা আমিনুল হক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে ৯ মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুণ্ন হওয়া ভোটের অধিকার এখনও ফিরে পায়নি এদেশের সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনও তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবি করার ফলে কেউ কেউ বলছে, বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদেরকে বলবো, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এদেশের সাধারণ মানুষের জন্য।’
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।’
গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের ওপর যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশে এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এম এ রাজ্জাক, মো. আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এম এস আহমাদ আলী, তাসলিমা রিতা, মিরপুর থানা বিএনপি আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মো. কামাল হোসেন, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন সরকার, তুরাগ থানা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আবদুল আলী, মোহাম্মদপুর থানা ৩৩নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, বিমানবন্দর থানা বিএনপি আহ্বায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, শেরেবাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তোফায়েল আহমেদসহ অন্যান্যরা।
এর আগে দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বরের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।