আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে যা বললেন সিইসি
বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এখন দলটির নিবন্ধন বাতিল করার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই নির্বাচন কমিশন এই দেশের জন্য কাজ করে। এ বিষয়ে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। যখন আকাশে সূর্য উঠে যাবে, পরিষ্কার দেখতে পারবেন।
আজ সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, এখনও গেজেট আমাদের হাতে এসে পৌঁছায়নি। অফিশিয়াল ডকুমেন্টস হাতে আসার পর আলোচনা করে সিদ্ধান্ত নেব।
যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, গত তিন নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেনি। এবার আসার জন্য উনারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি, বলেছি, অভিজ্ঞতা যাদেরই আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারাই কাজ করে, তাদের আমরা উৎসাহিত করি।
সিইসি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। উনারা জানালেন, সবাই এই ইসির প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন তারা জানতে চেয়েছে। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যে ওয়াদা করেছি তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টারের প্রতিনিধি দলের প্রধান জোনাথন স্টোনস্ট্রিট বলেন, আমাদের প্রতিনিধি দল নির্বাচন পূর্ববর্তী মূল্যায়নের জন্য অংশীজনদের সঙ্গে বৈঠক করছি। তার অংশ হিসেবে আজ সিইসির সঙ্গে আমাদের প্রতিনিধি দল বৈঠক করেছে। আমরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্বের সঙ্গে নিয়েছি।