হত্যা মামলায় শাহে আলম মুরাদ চার দিনের রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে মো. রিয়াজ নামে এক যুবক নিহতের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে গত ৪ মে ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার শাহে আলম মুরাদ পাঁচ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপরে বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ১২ মে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। সে রিমান্ড শুনানি উপলক্ষে আসামি শাহে আলমকে আদালতে হাজির করা হয়। এরপরে বিচারক চার দিন রিমান্ডের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১৭ এপ্রিল উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের মা শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।