কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে শোকজ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১২ মে) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে, শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে শোকজ নোটিশ পাঠায়। গত ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া একটি ঘটনার তদন্তে গঠিত সিন্ডিকেট কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ মোট সাতটি অভিযোগ আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আখতার জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
অন্যদিকে, প্রায় তিন মাস পেরিয়ে গেলেও কুয়েটের চলমান সংকটের সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ৪ মে থেকে পুনরায় চালু হলেও শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি। তারা ১৮ ও ১৯ ফেব্রুয়ারির ঘটনায় জড়িতদের সাত কর্মদিবসের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন।
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ সময় ধরে ক্লাস বন্ধ থাকায় তারা মানসিকভাবে বিপর্যস্ত। শোকজের মাধ্যমে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালে তারা শোকজ প্রত্যাহার এবং শিক্ষক-প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।