কুমিল্লায় ফসলি জমি থেকে মেছো বাঘ উদ্ধার

কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় ফসলি জমি থেকে ধাওয়া করে একটি মেছো বাঘ (বাগডাস) উদ্ধার করেছে স্থানীয়রা। বর্তমানে সেটি একটি খাঁচায় বন্দি অবস্থায় আছে।
গতকাল সোমবার (১২ মে) জগতপুর গ্রামের অটোরিকশাচালক নুরুন্নবী জানান, রোববার বিকেলে তিনি বাড়ির পাশের ফসলি জমিতে ঘাস কাটছিলেন। এ সময় একটি বাগডাস (মেছো বাঘ) দেখতে পান। পরে কয়েকজন গ্রামবাসী ধাওয়া করে সেটিকে আটক করে। একটি কবুতরের খাঁচায় বাঘটি বন্দি করে রাখা হয়। বর্তমানে সেটি তার ভাই অলিউল্যার ঘরে আছে।
অলি উল্যাহ বলেন, শখ করে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করেন তিনি। গ্রামবাসীরা বাঘটি ধরে তার কাছে হস্তান্তর করে। তিনি নিয়মিত খাবার দিচ্ছেন প্রাণীটিকে। সরকারি কোনো সংস্থা না নিলে এবং আইনি কোনো বাধা না থাকলে সেটিকে স্থানীয়ভাবে পালতে চান বলেও জানান।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, একটি মেছো বাঘ (বাগডাস) খাঁচায় বন্দি আছে, এমন খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শিগগিরই বাঘটি উদ্ধার করে সুস্থ করে বনে অবমুক্ত করা হবে।