পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলায় বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৩ মে) দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল শেখ একই গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এম এল লাল পতাকার সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল শেখ প্রতিদিন গ্রামের একটি ছোট বাজারের চায়ের দোকানে কলা ও বিস্কুট খেতেন। ঘটনার রাতে সেদিন কিছু না খেয়েই দোকান থেকে বের হয়ে আমবাগানের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
তারা আরও জানায়, হামলাকারীরা বাবুল শেখকে চাপাতি দিয়ে মুখে একাধিক কোপ দেয় এবং পিঠে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আব্দুস সালাম আরও জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি এবং আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।