আখাউড়ায় ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ মে) সন্ধ্যায় পৌরসভার মুক্তমঞ্চ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন আখাউড়া উপজেলার চরনারায়ণপুর গ্রামের হিরণ মিয়া ও মালদারপাড়া এলাকার মজিবর মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর মুক্তমঞ্চ এলাকার ফুটপাতে ৯-১০ জন কালোবাজারি ট্রেনের টিকিট বিক্রি করছেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পুলিশ সেখানে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে উপকূল এক্সপ্রেস, মহানগর প্রভাতি, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও মহানগর গোধূলীসহ বিভিন্ন ট্রেনের মোট ১৫টি প্রিন্টকৃত টিকিট জব্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫টি ট্রেনের টিকিটসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।