ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় বজ্রাঘাতে নিহত কৃষক নিরোদ দাস। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ইটনায় ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রীও আহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রাঘাতে নিহত কৃষক নিরোদ দাস (৬২) ধনপুর ইউনিয়নের দৈলং নতুন হাটির মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে।
ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরোদ দাস ও তার স্ত্রী বাড়ির সামনে হাওরে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাত হলে নিরোদ দাসের মৃত্যু হয়। তার স্ত্রী আহত হন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর এসেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।