মাঠে আঘাত পেয়ে ১৯ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের মৃত্যু

মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল মাঠে আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন স্পেনের তরুণ গোলরক্ষক রাউল রামিরেজ ওসোরিও। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) স্পেনের পঞ্চম স্তরের লীগে সিডি কলিন্দ্রেসের সঙ্গে এসডি রেভিয়ার ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে পড়ে যান রাউল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) গতকাল তার মৃত্যুর খবর জানিয়েছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ওই আঘাতের ফলে একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।
ঘটনাটি ঘটে ম্যাচের ৬০তম মিনিটে। ক্রস থেকে আসা বল ধরতে লাফিয়ে ওঠেন রাউল। সেই সময় প্রতিপক্ষ ফরোয়ার্ডের সঙ্গে সংঘর্ষ হয় এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি। সংঘর্ষের পরই মাঠে অচেতন হয়ে পড়ে যান রাউল। পরিস্থিতি বেগতিক দেখে তার কোচ রাফা দে পেনা দ্রুত মাঠে ছুটে যান এবং পাশে থাকা এক নার্সিং শিক্ষার্থীর সহায়তায় সিপিআর দিয়ে তাকে কিছুটা সময়ের জন্য সাড়া ফেরান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে রাউল দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলে, তার অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে। পরে সান্তান্দার শহরের মার্কেস দে ভালদেসিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে।
তরুণ এই ফুটবলারের মৃত্যুতে স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। রয়্যাল ক্যান্তাব্রিয়ান ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে , রাউলের স্মরণে তারা তিন দিনের শোক ঘোষণা করেছে এবং আগামী সপ্তাহে পরবর্তী ম্যাচগুলোতে এক মিনিট নীরবতা পালন করা হবে ।
রাউলের মৃত্যুতে রিয়াল মাদ্রিদ ও লা লিগা শ্রদ্ধা জানিয়েছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, সিডি কলিন্দ্রেসের ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেজের মৃত্যুতে রিয়াল মাদ্রিদ, ক্লাব প্রেসিডেন্ট এবং পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করছে। আমরা তার পরিবার, বন্ধু, সতীর্থ এবং ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
লা লিগা এক বিবৃতিতে জানায়, সিডি কলিন্দ্রেসের গোলরক্ষক রাউল রামিরেজ ওসোরিওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা এই শোকের সময়ে তার পরিবার, বন্ধু এবং সতীর্থদের পাশে আছি।