মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর মতিঝিলের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল ইসলামী ব্যাংকের ভবনে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে ।
আজ শনিবার (১৭ মে) এ সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করেছে। প্রায় একঘণ্টা পর অর্থাৎ সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় ওই ভবনটির মালিকের অফিস।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।