সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালতে শুনানিকালে আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যোগ দেন। পরে শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘মিনারুল হত্যা মামলায় আদালতে ময়না তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে। সেখানে উল্লেখ আছে ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মামলায় আইভীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।’
জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, এ মামলায় সাবেক মেয়র আইভীর সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণের ঘটনায় মোট পাঁচটি মামলা রয়েছে।