মাগুরায় কারাবন্দীদের মৌসুমি ফল বিতরণ

মাগুরায় কারাবন্দীদের মৌসুমি ফল বিতরণ। ছবি : এনটিভি
মাগুরা জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন মৌসুমি ফল উৎসব। কারা কর্তৃপক্ষের উদ্যোগে আজ মঙ্গলবার (২৭ মে) ৪৩৫ জন কারাবন্দীর মাঝে লিচু, আম ও কাঁঠাল বিতরণ করা হয়।
দুপুরে আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলা কারাগারের ভেতরে মৌসুমী ফল বিতরণ করেন জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার, জেলার আবিদ আহমেদ, ডেপুটি জেলার জাহিদ হাসান ও প্রধান কারারক্ষী নুরজাহান বেগম।
জানা গেছে, কারাবন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়। ফল বিতরণ কার্যক্রমে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বন্দিদের আত্মীয় স্বজনের কাছে বিষয়টি দারুণ সাড়া ফেলে।
অনুষ্ঠানে বন্দীদের অনেকে জানান, দীর্ঘ সময় পর তারা এমন আয়োজন পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। ফল উৎসবটি তাদের ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহের সঞ্চার করেছে।