সেনাবাহিনীর সহায়তায় নকল পণ্য-অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান

সিরাজগঞ্জে বাজেয়াপ্ত, মেয়াদ উত্তীর্ণ ও চোরাইভাবে বিক্রি করা কসমেটিকসের দোকান এবং হোটেলে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ বুধবার (২৮ মে) দুপুরে সিরাজগঞ্জ সেনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও চোরাইভাবে বিক্রি করা কসমেটিকসের দোকানগুলো চিহ্নিত করা হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে অভিযান চালানো হয়। ঈদের আগ পর্যন্ত এই ধরনের অভিযান সিরাজগঞ্জের প্রতিটি উপজেলায় অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত জানান, সম্প্রতি সিরাজগঞ্জ শহরের এস এস রোডে বিভিন্ন কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। একটি দোকানে নকল পণ্য ও মাথার চুল গজানোর ভুয়া তেল বিক্রির দায়ে ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ ছাড়া বাজার স্টেশন এলাকায় আরমান গেস্ট হাউসে অভিযান চালানো হয়। এই হোটেলে যৌন কাজে ব্যবহৃত জেল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। হোটেল মালিককে ৫০ হাজার টাকা ও দুই নারীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এই জরিমানা করেন।