বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজির কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের কাজি আব্দুল লতিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আইন অমান্য করে ভুয়া কাগজপত্র তৈরি ও বাল্যবিয়ে পড়ানো ও রেজিস্ট্রি করায় তাকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
পৌর সদরের কামারপাড়া এলাকায় কাজির নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং আগামীকাল বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাল্যবিয়ে রেজিস্ট্রি ছাড়াও দেনমোহর কমানো-বাড়ানো ও ভুয়া রেজিস্ট্রার তৈরির মতো অভিযোগ রয়েছে কাজি লতিফের বিরুদ্ধে।
উপজেলা কাজি সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরেই আব্দুল লতিফ নিয়মবহির্ভূতভাবে বাল্যবিবাহ রেজিস্ট্রি, পড়ানোসহ নানা অনিয়মে জড়িত ছিল।’