খাগড়াছড়ি সীমান্তে পুশইন ও পাচার রোধে কঠোর ব্যবস্থা

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে অবৈধভাবে পুশইন, গবাদিপশু পাচার এবং কোরবানির পর ভারতে চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, সব ধরনের চোরাচালান, পুশইন, অবৈধ চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানান এই কর্মকর্তা। এসময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ২৩ বিজিবির যামিনীপাড়া জোন। আজ সকালে জোন সদরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন।
সংবাদ সম্মেলনে ভারত থেকে সীমান্তে অবৈধভাবে পুশইন প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থার কথা জানানো হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, বিএসএফ অবৈধভাবে সীমান্ত দিয়ে যে পুশইন করছে তার লিখিত ও মৌখিক প্রতিবাদের পাশাপাশি পতাকা বৈঠক করা হয়েছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি রয়েছে।