খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড়ের পুর্বা বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময় ঘটনার পর বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার পর তা জানাজানি হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- মা আমেনা বেগম (৯৫) ও মেয়ে রাহেনা বেগম (৪২)।
প্রতিবেশীরা জানান, প্রতিদিন সকালে গরু, হাঁস-মুরগি বের হলেও সকাল সাড়ে ৯টার পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান। নিহত বৃদ্ধার ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। স্থানীয়রা জানায়, ছেলে-মেয়েদের সঙ্গে জমিজমা লিখে দেওয়ার বিষয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ঘটনা সম্পর্কে সিআইডিকে জানানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।