কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জামায়াতের মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান সোহেল, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, জনকণ্ঠের মীর শাহ আলম, শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান, গোমতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু এবং এনটিভির প্রয়াত কুমিল্লা প্রতিনিধি জালাল উদ্দিনের স্ত্রী আইনজীবী নিগার সুলতানা।
আলোচনা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এনটিভি অতীতের মতো ভবিষ্যতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় রাখবে।