গাইবান্ধা ডিসি গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা

প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত গাইবান্ধা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে গাইবান্ধা পৌরসভাকে ৪-৩ গোলে হারিয়ে গোবিন্দগঞ্জ একাদশ শিরোপা ঘরে তোলে।
আজ শনিবার (১২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন।
হাই-ভোল্টেজ এই ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকেই জেলার সাত উপজেলা থেকে দর্শকরা জেলা স্টেডিয়ামে ভিড় জমান। খেলা শুরুর আগেই দর্শক দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। অনেকে গ্যালারিতে জায়গা না পেয়ে গেট ভেঙে মাঠে প্রবেশ করেন এবং সেখানেই বসে খেলা উপভোগ করেন।
ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ একাদশের গোলকিপার মো. মামুন আলিফ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) হয়েছেন গাইবান্ধা পৌরসভার খেলোয়াড় মো. সজীব এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নাবীব নেওয়াজ জীবন।
এই টুর্নামেন্টের মধ্য দিয়ে গাইবান্ধা জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও উদ্দীপনা ফিরে এসেছে।