রামপাল বিদ্যুৎ কেন্দ্র জলবায়ুর জন্য হুমকি : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এই অঞ্চলের মানুষের জলবায়ুকে হুমকির মুখে ফেলেছে। আজ শনিবার (১২ জুলাই) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন দাবি করেন, মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আখতার হোসেন দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশের মানুষেরা এদেশের প্রাণ-প্রকৃতি ও জলবায়ু যেন বাংলাদেশের পরিবেশের উপযোগী থাকে, সেটা আমরা সব সময় চেয়েছি। কিন্তু রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এ অঞ্চলের মানুষের জলবায়ুকে হুমকির মুখে ফেলেছে। শুধু তাই নয়, মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের কোনো স্থাপনা নিয়ে বিদেশী ষড়যন্ত্র আমরা মেনে নেব না।’
এনসিপির মোংলা-রামপালের প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রায় আরও বক্তব্য দেন মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্লা রহমাতুল্লাহ। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির মোংলা ও রামপালের স্থানীয় নেতারা বক্তব্য দেন।