প্রধানমন্ত্রী থেকে মেম্বার, সবাইকে জবাবদিহি করতে হবে : আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত সব জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ কথা বলেন।
এনসিপিনেতা আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দিকে যেতে দেওয়া হবে না। সচিবালয়ের সিদ্ধান্তগুলো জনগণের পক্ষে হতে হবে।
এনসিপির সদস্য সচিব বলেন, জুলাই সনদের প্রতিটা কথা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ কোনো কাগজে বাঁধাই করে করে রাখতে দেব না। জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদ অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র যাতে বাস্তবায়ন করা হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।