চতুর্দিক থেকে বিএনপিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে : মির্জা ফখরুল

‘বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে’ বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে হেয়প্রতিপন্ন্য করবার, বিএনপিকে উড়িয়ে দেবার জন্য। সবচেয়ে মারাত্মক যেটা হয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে আক্রমণ হয়েছে। উনার নাম ধরে, উনাকে নিয়ে কথা বলা হয়েছে, যেটা খুবই অ্যালার্মিং।’
আজ রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
দলের তরুণ নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘সাইবার নিয়ে কাজে করতে তরুণদের প্রবলভাবে আসা দরকার। কারও অনুমতি নেওয়ার দরকার নেই। (বিএনপির বিরুদ্ধে) যে ক্যাম্পেইনগুলো হচ্ছে এর উত্তর সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। এই কথাগুলো এজন্য বললাম, মারাত্মক অ্যাটাকের শিকার হয়েছি, আমাদের ওপর সাইবার অ্যাটাক হয়েছে।’
মির্জা ফখরুল সতর্ক করে বলেন, ‘বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। এ দল দেশের মানুষের বিশ্বাসের জায়গা, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা শক্তি।’
সাইবার নিয়ে দলের যারা কাজ করছেন তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তোমরা যারা এই কাজগুলো করছো। আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো। আমাদের খুব বড় দুর্বলতা আছে। অনেকেই স্বীকার করবেন কিনা জানি না, আমরা পড়তে চাই না। পড়তে হবে সবাইকে। আজকে এখানে অনেকের কথা শুনে আমরা সমৃদ্ধ হলাম। পড়াশোনা যত বাড়ানো যাবে, লড়াই তত শক্তভাবে করা যাবে। পড়তে হবে সব বিষয়ে। ওরা কীভাবে আক্রমণ করছে, এটা জানতে হবে।’