ফরিদপুরে ২৭টি ভূমিসেবা সহায়তাকেন্দ্র উদ্বোধন

ফরিদপুরের নয়টি উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ২৭টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে এসব ভূমি সেবাকেন্দ্র উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো, শফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার দত্ত, জাদু মিয়া প্রমুখ।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রে নির্দিষ্ট ফি জমার মাধ্যমে সেবাগ্রহীতারা ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা ) ও জমির নকশা ইত্যাদি প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া ভূমি উন্নয়ন কর, নামজারি মামলার অনলাইন আবেদন পূরণ ও কাগজাদি আপলোড এবং দাখিল, সরকার নির্ধারিত নামজারি ফি জমাকরণ এবং অনলাইন নামজারি খতিয়ানের প্রিন্ট কপি সরবরাহ, নামজারি খতিয়ান বা রেকডীয় খতিয়ান বা পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন পূরণ ও দাখিল, নকশার মাধ্যমে খাস কৃষি জমির অবস্থা ও অবস্থান প্রদর্শন, বন্দোবস্তের আবেদন দাখিল, কবুলিয়ত ফরম পূরণ ও সহকারী কমিশনার ভূমি বরাবর দাখিল, অর্পিত সম্পত্তি লিজ নবায়ন আবেদন পূরণ ও দাখিল, পরিত্যক্ত সম্পত্তি লিজ ভাড়ার আবেদন পুরোনো ও দাখিল, মৌজা ম্যাপ বা নকশার আবেদন প্রস্তুত, দাখিল ফি জমা এবং নকশা বা ম্যাপ গ্রহণ ও বিতরণ, বিভিন্ন ধরনের মিস কেস আবেদন প্রস্তুত, কাগজাদি আপলোড, দাখিলসহ অন্যান্য সেবা দেওয়া হবে।