জনদুর্ভোগের জন্য জামায়াতের দুঃখ প্রকাশ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি।
আজ শনিবার (১৯ জুলাই) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, সুপ্রিয় নগরবাসী সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
পোস্টে আরও বলা হয়, আপনাদের সুবিধার্থে একটি ম্যাপ সংযুক্ত করা হলো।
সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। শনিবার (১৯ জুলাই) সমাবেশ শুরুর ছয় ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী।
শুক্রবার (১৮ জুলাই) রাত থেকেই সমাবেশ স্থলে দলটির নেতা কর্মীরা আসতে থাকে। সকাল ৯টা বাজতেই কানায় কানায় পূর্ণ হতে থাকে সমাবেশস্থল।

জুলাই গণহত্যার বিচার, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ ও মৌলিক সংস্কারসহ সাত দফা দাবিতে জামায়াতের এই জাতীয় সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা শফিকুর রহমানা।
জামায়াতের এই জাতীয় সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা।