নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে : আখতার হোসেন
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ক্ষমতার পালাবদলের জন্যে ২৪ এর অভ্যুত্থান হয় নাই। সমতার জন্যেই অভ্যুত্থান হয়েছে। নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।
আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের মুসলমানরা সংখ্যায় বেশি হলেও তাদেরকে কোণঠাসা করে রেখেছে। ধর্ম পালনের কারণে আমরা আর কোনো নির্যাতন হতে দিবো না। বিচার না হলে ২৪ এর শহীদদের সঙ্গে বেইমানি হবে। জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিছক কোনো সনদ না হয়ে মুক্তির মাধ্যম হিসেবে ঘোষণা করতে হবে।