সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ সময় গণপিটুনিতে হামলাকারী রাজু গাজীও (৩৬) নিহত হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
গতকাল রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার শাহাপুর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক শরিফুল গাজী শাহাপুর মাদ্রাসার শিক্ষক এবং উপজেলার হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুল গাজীকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে যায়। এরপর হঠাৎ করে তিনি দেশীয় একটি ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে হামলাকারী রাজুকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।