গুলিবিদ্ধ জুনায়েদের অস্ত্রোপচার সম্পন্ন, জেডআরএফের প্রতি কৃতজ্ঞতা

চব্বিশের আন্দোলনে গুলিবিদ্ধ জুনায়েদ মিয়ার অপারেশন সম্পন্ন হয়েছে। তার গুলি অপসারণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে জুনায়েদের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ডা. এম আর হাসান এ তথ্য জানিয়েছেন।
জুনায়েদ মিয়া বাংলাদেশ ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অনার্স চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। গত ৩ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকা কলেজের সামনে ডান হাতে গুলিবিদ্ধ হন তিনি। ধীরে ধীরে তার দৈনন্দিন কাজকর্মে ও লিখতে গিয়ে সমস্যা দেখা দিলে গত ১৯ জুলাই ‘Private University Resistance Day’ উপলক্ষে ছাত্রদল আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক -শিক্ষার্থীদের অবদান ও শহিদের স্মরণে স্মরণসভা’ অনুষ্ঠানের মাধ্যমে জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মাদ আমানুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে, নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালীম ডোনারের তত্ত্বাবধানে, রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মাদ আমানুল্লাহ’র সহোযোগিতায় এবং ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা.এম আর হাসানের নেতৃত্বে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারেক রহমান ও জেডআরএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুনায়েদ।