জুলাই কারো ব্যক্তিগত অর্জন নয়, সবার : কৃষকদলনেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু বলেছেন, জুলাই সবার, জুলাই কারো ব্যক্তিগত নয়।
আজ সোমবার (২১ জুলাই) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষক দলের জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন মিজানুর রহমান লিটু।
এই কৃষক দলের নেতা বলেন, জুলাই-আগস্ট এ দেশের আপামর জনতার অংশগ্রহণে অর্জন। ৭১ যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ যত দিন থাকবে ৭১ তত দিন থাকবে—তদ্রুপ জুলাইও থাকবে। আমরা শ্রদ্ধার সঙ্গে জুলাই স্মরণ করব। তবে কেউ যদি জুলাইকে নিজস্ব বানাতে চায় তাহলে হাসিনার মতো পতন হবে।
মিজানুর রহমান লিটু আরও বলেন, আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সেই চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা। সেজন্য আমাদের রাজপথে থাকতে হবে। কারণ স্বাধীনতাবিরোধী একটি পক্ষ নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। দেশের জনগণ নিয়ে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করব।
সূর্যমণি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. সোহরাব হোসেন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল আকন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মোল্লা ও জি এম মাহবুব আলম।