নিহত পাইলট তৌকিরের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর কুর্মিটোলায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেলারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ (ভারপ্রাপ্ত) নিহতের পরিবারের সদস্যারা উপস্থিত ছিলেন।
তৌকিরের নানা আজিজুর রহমান জানান, তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে নেওয়া হবে। সেখানে বিকেলে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।