চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ফাতেমা ইয়াসমিন (৯) ও জান্নাতুল ফেরদৌস (১০)। ফাতেমা তৃতীয় শ্রেণি ও জান্নাতুল চতুর্থ শ্রেণিতে পড়তো। তারা উভয়েই চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামের বাসিন্দা। নিহতরা লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে ফাতেমা ও জান্নাতুল বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবার চাইলে আমরা প্রয়োজনীয় আইনগত সহায়তা দেব।