পাহাড় ধসে যান চলাচল বন্ধ, ৪ শতাধিক পর্যটক আটকা

খাগড়াছড়ি দীঘিনালা ও রাঙামাটির সাজেক সড়কের নন্দ্ররাম এলাকায় তিনটি স্পটে পাহাড় ধসে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক।
গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে ভারি বর্ষণে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ভোর থেকে সড়কের মাটি সড়াতে কাজ শুরু করে সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, পাহাড় ধসের মাটি পড়ে সড়কটি বন্ধ হয়ে গেছে। এতে করে দুপাশে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী ফাল্গুন বলেন, রাতে ভারি বর্ষণে পাহাড় ধসে সড়কে পড়েছে। এতে সকল পরিবহন বন্ধ হয়েছে৷
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া বলেন, পাহাড়ধসের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি মাটি সরাতে কাজ করছি।
বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা বলেন, পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যৌথ প্রচেষ্টায় মাটি সড়ানোর কাজ চলমান রয়েছে। বিকেল সাড়ে ৩ টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।