নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁর রাণীনগরে ফসলি জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর পশ্চিম মাঠে গঙ্গামারা ভিটা এলাকায় এই মূর্তি পাওয়া যায়।
খবর পেয়ে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
শেখ নওশাদ হাসান জানান, গঙ্গামারা ভিটা এলাকায় কৃষক জীবন কুমার সরকারের জমিতে একজন শ্রমিক পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় পাওয়ার টিলারের নিচের যন্ত্রাংশে বিকট শব্দ হয়। তখন ওই শ্রমিক পাওয়ার টিলার থামিয়ে মাটির নিচে মূর্তি দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশের সহায়তায় বিকেলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
শেখ নওশাদ হাসান আরও জানান, মূর্তিটি কষ্টিপাথরের। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ২১ ইঞ্চি, প্রস্ত সাড়ে ৯ ইঞ্চি এবং ওজন প্রায় ১৪ কেজি। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।