গণতন্ত্র বিনির্মাণে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : জুনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে চলমান অস্থিরতার কারণে রাজনীতির আকাশে আবার মেঘ আসছে বলে মনে হচ্ছে; যা নির্বাচনি হওয়া নিয়ে একধরনের আশঙ্কা সৃষ্টি করছে। তাই গণতন্ত্র বিনির্মাণে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
জুলাই গণহত্যায় শহীদ ও মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও মৌন মিছিল শেষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। এটা একসঙ্গে চলে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ঘটবে। এটা এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। কাজেই যে কোনো ধরনের তৎপরতা যদি বিচার, সংস্কার ও নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে, তা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যায়। কাজেই গণতন্ত্র বিনির্মাণে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার বলেও মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, সরকারের উচিত এখনই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব নায্য আচরণ করার মধ্য দিয়ে সরকারকে নিরপেক্ষতা দৃশ্যমান করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার সমন্বয়ক শামিম শিবলী, নারী সংহতি আন্দোলনের নেত্রী আকলিমা আক্তার আঁখি, সাব মিয়া, শাহিন কাদির, পারুল আক্তার, জালাল আহমেদ, রেজন মোল্লা প্রমুখ।